বাংলাদেশের খবর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯

১৫০ যাত্রীসহ ভারতীয় বিমানকে ‘বাঁচাল’ পাকিস্তান


১৫০ যাত্রীসহ বিপাকে পড়া ভারতীয় একটি বিমানকে বাঁচাল পাকিস্তান। দেশটির সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বিমানটি।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত বৃহস্পতিবার ১৫০ যাত্রী নিয়ে ভারতীয় বিমানটি জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের দিকে যাচ্ছিল। এ দিন পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে প্রাকৃতিক পরিবেশ ভালো ছিল না। বারবার বজ্রপাত হচ্ছিল। সে সময় ভারতীয় বিমানটিও করাচির আকাশসীমায় বজ্রপাতের কবলে পড়ে। যার কারণে বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে ৩৪ হাজার ফুট উচ্চতায় নেমে আসে।

বিপদের আঁচ পেয়েই ওই বিমানের পাইলট সঙ্গে সঙ্গেই কাছাকাছি বিমানবন্দরে জরুরি বিপদ সংকেত পাঠায়। এ সময় পাকিস্তানের বিমান পরিবহন নিয়ন্ত্রক ভারতীয় পাইলটের আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তান আকাশসীমা দিয়ে বাকি পথ যাত্রার নির্দেশ দেয়।

এতে বিমানটি বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১