বাংলাদেশের খবর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯

কুমিল্লায় কাভার্ডভ্যান বোঝাই সেগুন কাঠ জব্দ


কুমিল্লায় দশ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

আজ সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলারর জামতলা এলাকায় কাভার্ডভ্যান আটক এবং কাঠ জব্দ করে কুমিল্লা বন বিভাগ।

কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নূরুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সামাজিক বন বিভাগের ফরেস্ট রেঞ্জারের নেতৃত্বে সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেয়। চালক সংকেত অমাণ্য করে দ্রুতগতিতে পালাতে থাকে। পরবর্তীতে অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যানটিকে আটক করতে পিছু ধাওয়া করা হয়। চালক এক পর্যায়ে উপজেলার জামতলায় গিয়ে সড়কের উপরে ভ্যান রেখে পালিয়ে যায়।

তিনি আরো জানান, তল্লাশি করে কাভার্ডভ্যানের ভিতরে কৌশলে ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫শ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। স্থানীয় ব্যবস্থাপনায় অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি জেলার সামাজিক বন বিভাগীয় কার্যালয়ে আনা হয়। এ ব্যাপারে থানায় বন বিভাগ একটি মামলা দায়ের করেছে।

অভিযানে উপস্থিত ছিলেন, ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন, ফরেস্টার মো. শাহজাহান সরকার, বন প্রহরী এম এ মান্নান, আবুল কালাম আজাদ ও মো, জুলফু মিয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১