বাংলাদেশের খবর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯

মেঘনায় বালুবাহী বাল্কহেড ডুবি

মুন্সীগঞ্জে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার


মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড ডুবিতে সোমবার নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে নিখোঁজ আসলাম (২৪) ও সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মান্নানের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস।

নৌযান শ্রমিক আসলামের বাড়ি বরগুনা।

গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুস সামাদ জানান, বাল্কহেড ডুবির ঘটনায় সকাল থেকেই কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস মেঘনা নদীতে উদ্ধার অভিযানে নামে। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে গজারিয়া লঞ্চ টার্মিনালের সামনে মেঘনা নদীতে নিখোঁজ শ্রমিক আসলামের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধার কর্মীরা। পরে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে মান্নান নামে আরো এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, আগের দিন রোববার ভোরে গজারিয়া কোস্টগার্ড স্টেশন সংলগ্ন মেঘনা নদীতে ঢাকার সদরঘাটগামী যাত্রীবোঝাই কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় নাদিয়া নামে বালুবাহী বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিখোঁজ হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১