বাংলাদেশের খবর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯

মাকে দাফন করে ফেরার পথে দুর্ঘটনায় মেয়ে ও দুই নাতনি নিহত


নওগাঁয় ট্রাক চাপায় মা আদরী বেগম ও তার দুই মেয়ে শম্পা ও সুমি নিহত হয়েছে। আজ সোমবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বটতলী নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় আদরী বেগমের বাবা আব্দুল জলিল ও আরেক মেয়েকে সুমী গুরুত্বর আহত অবস্থায় নওগাঁ হাসাপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সুমীর মৃত্যু হয়। নিহত আদরী সদর উপজেলার ধোপাইপুর গ্রামের শহীদ এর স্ত্রী।

নওগাঁ ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক একেএম মুর্শেদ জানান, গত রোববার আদরী বেগমের মা মারা গেলে মাকে দেখার জন্য স্ব-পরিবারে সদর উপজেলার হাপানিয়া উল্লাসপুর গ্রামে আসেন। আজ সোমবার সকালে স্বামীর বাড়ি সদর উপজেলার চকআতিথা ধোপাইপুর গ্রামে যাবার জন্য নওগাঁ-রাজশাহী মহাসড়কের বটতলী নামক স্থানে যানবাহনের জন্য সড়কের পাশে আদরী বেগম, দুই মেয়ে শম্পা, সুমী ও তার বাবা আব্দুল জলিলকে নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় নওগাঁ থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন ট্রাক   তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই আদরী বেগম ও তার মেয়ে শম্পা (৬) ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় আদরী বেগমের বাবা জলিল (৬৫) ও অপর মেয়ে সুমী (৪) পারভিন গুরুত্বর আহত হলে তাদেরকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সুমীর মৃত্যু হয়।

আব্দুল জলিলের অবস্থার অবনতি হলে পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছে। পুলিশ লাশগুলো ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় বিক্ষুদ্ধ গ্রামবাসী ঘাতক ট্রাককে আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা ও গুরুতর আহতকে ১০ হাজার টাকা মোট ৭০ হাজার টাকা প্রদান করেন। দুর্ঘটনার পর থেকে বিক্ষুদ্ধ গ্রামবাসীরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। ঘটনাস্থলের দুই পাশে যানবাহন চলাচল করতে না পারার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। তবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালক ও হেলপারের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১