বাংলাদেশের খবর

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯

লিবিয়ায় বিমান হামলায় বাংলাদেশিসহ নিহত ৭


লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানার ওপর এক বিমান হামলায় এক বাংলাদেশিসহ সাত জন বেসামরিক লোক নিহত হয়েছে।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দর আলি ত্রিপোলি থেকে জানান, নিহত ব্যক্তির নাম আবুল হাসান। তার বাড়ি রাজশাহীতে। খবর বিবিসি বাংলার।

তিনি আরো জানান ওই ঘটনায় মোট ১৫ জন বাংলাদেশি আহত হয়েছেন এবং তার মধ্যে দু'জনের অবস্থা সংকটজনক। আহত বাকি ১৩ জনের আঘাত গুরুতর নয়।

এরা সবাই ত্রিপোলির দক্ষিণে অবস্থিত ওই বিস্কুট কারখানাটিতে কাজ করতেন।

আলি জানান, দূতাবাসের লেবার কাউন্সিলর সহ কয়েকজন কর্মকর্তা তাজুরা হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন।

পরে আহতদের ত্রিপোলিরই অন্য কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিশর ও আরো কয়েকটি দেশের লোক রয়েছে।

২০১১ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের পর পুরো দেশ জুড়ে সংঘাতবিক্ষুব্ধ অবস্থার সৃষ্টি হয়।

এ বছর এপ্রিল মাসে বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের বাহিনী ত্রিপোলি দখলের চেষ্টা করার পর থেকেই শহরের উপকণ্ঠে বিক্ষিপ্ত যুদ্ধ চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১