বাংলাদেশের খবর

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯

পূর্বধলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ


“কৃষি সমৃদ্ধি, বাংলাদেশ গড়বো” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আজ মঙ্গলবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ (বীজ ও সার) বিতরণ করা হয়েছে।

উপজেলার ৬৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে সরিষা ৫০০ জন, ভূট্টা ১০০ জন ও মুগডাল ৬০ জন। প্রত্যেক কৃষক সরিষা বীজ ১ কেজি, সার ৩০ কেজি, ভূট্টা ২ কেজি, সার ২০ কেজি এবং মুগডাল ৫ কেজি করে প্রদান করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এর সভাপতিত্বে উপ সহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম খান সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোহাম্মদ শফিকুল ইসলাম, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, বিআরডিবি’র চেয়ারম্যান মোতাহার হোসেন বকুল, উপকারভোগী কৃষক মোশারফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আরডিও শেখ মোঃ মহসিন, আওয়ামী লীগ নেতা মাছুদ আলম তালুকদার টিপু, হাবিবুর রহমান রুক্কু, গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিমা আক্তার বিরহী, হোসনে আরা বেগম লুৎফা, ইউপি চেয়ারম্যান মাজেদা খাতুন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১