বাংলাদেশের খবর

আপডেট : ২২ নভেম্বর ২০১৯

ভারত পাচারকালে সাতক্ষীরা সীমান্তে সাড়ে চারশ ভরি স্বর্ণ জব্দ


সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে ভারতে পাচারকালে চার কেজি ৬৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ভরি হিসাবে এর ওজন সাড়ে চারশ’ ভরি। বাজারে যার আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। 

আজ শুক্রবার সকালে বিজিবির একটি টহল দল এসব সোনা জব্দ করে।

উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলিউল্লা জানান, বিজিবির টহল দলটি সীমান্তবর্তী কাকডাঙ্গা এলাকায় টহলরত ছিল। এ সময় কাকডাঙ্গা সড়ক দিয়ে মোটর সাইকেলযোগে দুই ব্যক্তি বিজিবি সদস্যদের দেখে তারা মোটর সাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে মোটর সাইকেলে থাকা একটি পলিথিনে মোড়ানো ভারী দ্রব্য দেখে বিজিবি তা খুলতেই বেরিয়ে পড়ে স্বর্ণ।

তিনি আরো জানান, এর ওজন চার কেজি ৬৭০ গ্রাম। ভরি বা তোলা হিসাবে এর ওজন সাড়ে ৪০০ ভরি। এর বাজার মূল্য দুই কোটি আশি লাখ টাকা। তবে স্বর্ণ পাচারকারীদের গ্রেপ্তার করতে পারেনি বিজিবি। পরে ওই স্বর্ণ সাতক্ষীরায় বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে জমা দেওয়া হয়।

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, বিষয়টি পরে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১