বাংলাদেশের খবর

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯

শিকারীর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

শিকারীর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ প্রতিনিধির পাঠানো ছবি


পাবনার চাটমোহরে মৎস্য শিকারীর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রতনাই নদী থেকে সেকেন্দার আলীর জালে মাছটি ধরা পড়ে। সাদা-কালো রঙের মিশ্রিত মাছটির ওজন প্রায় ৬ গ্রাম। দীর্ঘ ১৫/১৬ ইঞ্চি।

উপজেলার হেংলী বুধপাড়া গ্রামের সেকেন্দার আলীর ফাঁস জালে মাছটি ধরা পড়ে। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ। মাছটি চাটমোহর পৌর শহরের ছোট শালিখা মহল্লায় সিরাজুল ইসলামের বাড়িতে নিয়ে আসলে দৃষ্টিনন্দন মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। রতনাই নদীতে ফাঁস জাল ফেললে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। অচেনা মাছটির কোনো ক্রেতা না মিললেও এটি দেখকে উৎসুক মানুষ ভিড় জমায়।

চাটমোহর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, 'মাছটি নদীর স্বাদু পানির মাছ। নদীর অতি তলদেশে গভীর পানির মাছ। ফলে এটি সহজে ধরা পড়ে না। স্্েরাতের তোড়ে মাছটি হয়তো ছোট নদীতে ঢুকে পড়েছে।' এমন বিরল প্রজাতির মাছ ধরা পড়লে মাছটি না মেরে জেলেদের নদীতে অবমুক্ত করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মাছটি দেখতে খুবই সুন্দর। স্থানীয়রা জানান, ইতোপূর্বে এধরণের বিরল প্রজাতির মাছ ধরা পড়েনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১