বাংলাদেশের খবর

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯

দৌলতদিয়ায় জেলের জালে ১৮ কেজির কাতল

পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ১৮ কেজি ৪শ গ্রাম ওজনের এই কাতল মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে আলামিন হালদারের জালে। প্রতিনিধির পাঠানো ছবি


পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ১৮ কেজি ৪শ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়ে।

আজ বুধবার ভোরে আলামিন হালদার নামে দৌলতদিয়ার এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ২ হাজার টাকা কেজি দরে টাঙ্গাইলের এক গার্মেন্টস ব্যবসায়ী ৩৬ হাজার ৮শ টাকায় কিনে নেন।

দৌলতদিয়ার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, বুধবার ভোরের দিকে দৌলতদিয়া ১ নং ফেরিাট এলাকায় জাল ফেলে স্থানীয় জেলে আলামিন হালদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পরে। সকালে মাছটি দৌলতদিয়া মাছ বাজারে আনা হলে সেখান থেকে প্রতিযোগিতামূলকভাবে আমি ১৮শ টাকা কেজি দরে কিনে নেই। পরে ঢাকা ও কয়েকটি জায়গায় আমার পরিচিত কয়েকজনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তাদের মধ্যে টাঙ্গাইলের এক গার্মেন্টস ব্যবসায়ী ২ হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নেন। পরে মাছটি বিশেষ ব্যবস্থায় তার ঠিকানায় পৌছে দেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১