বাংলাদেশের খবর

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯

মুন্সীগঞ্জ শিল্প পার্কে সিইটিপির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পাপন


মুন্সীগঞ্জের গজারিয়া শিল্প পার্কে একশ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপির) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ও বেক্সিম ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

আজ সোমবার বিকালে এই প্রকল্পের ভিত্তি স্থাপনের উদ্বোধন করা হয়।

২০০ একর জায়গার ওপরে নির্মিত এই শিল্প নগরীতে মোট ৪২টি শিল্প প্রতিষ্ঠান থাকবে, যেখানে ওষুধের কাঁচামাল উৎপাদন করা হবে। যা দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে বলে জানান পাপন। আর পরিবেশ রক্ষায় এসব শিল্পের বর্জ্য শোধনাগারের জন্য, আগে থেকেই বিশ্বমানের এই ট্রিটম্যান্ট প্ল্যান তৈরি করা হবে। বর্জ্য শোধনাগারের কাজটি করবে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান রামকি গ্রুপ।

এ বর্জ্য শোধনাগার থেকে দিনে ২০ লাখ লিটার বর্জ্য শোধন করা যাবে। যা থেকে ২৫ ভাগ এখানকার শিল্প বয়লার গুলোতে ব্যবহৃত হবে। আর বাকি ৭৫ ভাগ পানি দৈনন্দিন জীবনের কাজে লাগবে বলে জানান কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিক চেয়ারম্যান মুস্তাক হাসান, ভারতের রামকি গ্রুপের চেয়ারম্যান রামিম রেটি প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১