বাংলাদেশের খবর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯

দুই দশক পেরিয়ে ইবরার টিপু

ইবরার টিপু ফাইল ছবি


বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজের মেধা, যোগ্যতা ও নিজের গায়কী দিয়ে একজন নির্ভরযোগ্য সংগীত পরিচালক এবং একজন সফল সংগীতশিল্পীতে পরিণত হয়েছেন ইবরার টিপু। ১৯৯৭ সালের ৪ জানুয়ারি তার সুর করা প্রথম গান কণ্ঠে তুলে নিয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। একই বছরে সোহেল আরমানের লেখা নিজের সুর করা ‘আজ আমার কী হলো’ গানটি প্রথম কণ্ঠে তুলে নেন। ‘তুমি আমার স্বামী’ সিনেমায় কবির বকুলের লেখা ও নিজের সুরে সামিনা চৌধুরীর সঙ্গে প্রথম প্লে-ব্যাক করেন ইবরার টিপু। এর পরের জার্নিটা টিপুর অনেকটাই সফলই বলা চলে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে একজন সফল সংগীত পরিচালক হিসেবে যেমন প্রশংসিত হয়েছেন, ঠিক তেমনি একজন সংগীতশিল্পী হিসেবেও পেয়েছেন খ্যাতি।

তবে বর্তমানে ইবরার টিপু একজন সংগীত পরিচালক হিসেবেই কাজ করছেন বেশি। পাশাপাশি মানানসই গানেই তিনি কণ্ঠ দিচ্ছেন। ইবরার টিপু বতর্মানে সুর সংগীতের খেলা নিয়েই বেশি ব্যস্ত আছেন। এরই মধ্যে তিনি রুলীন রহমানের নতুন ধারাবাহিক ‘মায়ার বাঁধন’ সিনেমার টাইটেল সংয়ের কাজ করেছেন। তবে গানটিতে কে কণ্ঠ দেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। গানটি লিখেছেন রুলীন রহমান নিজেই। দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘টি টেন টুর্নামেন্টে’র থিম সংয়ের সংগীত পরিচালনা করেছেন তিনি। গানটি লিখেছেন কবির বকুল। গেয়েছেন টিপু ও বিন্দু কণা।

এছাড়া গতকালই বিপিএলের থিম সংয়ের কাজটি হাতে পেয়েছেন তিনি। তবে গানটিতে কে কণ্ঠ দেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। জামাল হোসেনের লেখা কয়েকটি গানের কাজ করছেন তিনি। একটিতে কণ্ঠ দেবেন তাহসান এবং তিনটি গানে কণ্ঠ দেবেন বিন্দু কণা। এছাড়া সাংবাদিক মোল্লা জালালের লেখা ১০টি গান নিয়েও কাজ করছেন তিনি। এরই মধ্যে দুটি গানে কণ্ঠ দিয়েছেন বিন্দু কণা। বাকি আটটি গানের কাজ শিগগিরই শেষ করবেন তিনি। এদিকে আজ সকাল থেকে টানা বেশ কয়েক ঘণ্টা ম্যাজিক বাউলিয়ানা ২০১৯-এর গ্রুমিং জাজ হিসেবে কাজ করবেন। বাকিটা সময় কাটাবেন তিনি পরিবারের সঙ্গে। কারণ আজ টিপুর জন্মদিন।

জন্মদিন প্রসঙ্গে ইবরার টিপু বলেন, ‘দিনের শুরুটা বেশ ভালোভাবেই কাটবে ইনশাআল্লাহ। কিন্তু বাকিটা সময় কেমন কাটবে জানি না। কারণ বিন্দু কণা স্টেজ শোতে থাকবেন বরিশালে। তাই আমাকে এবারের জন্মদিনটা তাকে ছাড়াই কাটাতে হচ্ছে। বিগত দুই দশকেরও বেশি সময়ে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছি। আমার নিজের অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তাতেই খুশি আমি। আমি বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য এমন কিছু কাজ করতে চাই যেন একদিন অস্কার জয় করতে পারি।’

‘জয় জয় শেখ হাসিনার জয়’ হাসান মতিউর রহমানের লেখা টিপুর সুর করা যুবলীগের থিম সংয়ে সর্বশেষ কণ্ঠ দেন টিপু ও বিন্দু কণা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১