বাংলাদেশের খবর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯

আইপিএলে আগ্রহী ৬ বাংলাদেশি


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে খেলতে আগ্রহী বাংলাদেশের ৬ ক্রিকেটার। এবারের নিলামে নিজের নাম তুলতে আগ্রহীদের তালিকা সোমবার প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। বিদেশি ২৫৮ জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ থেকে আছেন আধ ডজন ক্রিকেটার।

নিজেদের আগ্রহ জানানো মানেই নিলামে নাম ওঠার নিশ্চয়তা নয়। এই তালিকা থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত তালিকা দলগুলো দেবে আইপিএল কর্তৃপক্ষকে। সেখান থেকেই চূড়ান্ত হবে নিলামের তালিকা। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে এবারের নিলাম।

বাংলাদেশের ৬ জনের সঙ্গে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে নিজেকে দেখতে চান আফগানিস্তানের ১৯ ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ৫৫ জন, ইংল্যান্ডের ২২, দক্ষিণ আফ্রিকার ৫৪, নিউজিল্যান্ডের ২৪, শ্রীলঙ্কার ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের ৩, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের ১ জন করে ক্রিকেটার।

এবার অবশ্য মেগা নিলাম নয়। দলগুলো স্রেফ আগের স্কোয়াডের শক্তি বাড়ানো, ঘাটতি পূরণের চেষ্টা করবে। ভারতীয় ও বিদেশি মিলিয়ে আগ্রহী ক্রিকেটার মোট ৯৭১ জন। সেখান থেকে ৮ দল মিলিয়ে এবারের নিলাম থেকে নিতে পারবে কেবল ৭৩ জন ক্রিকেটার। তাদের মধ্যে বিদেশি থাকতে পারবেন সর্বোচ্চ মাত্র ২৯ জন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে আগ্রহীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম গ্লেন ম্যাক্সওয়েল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১