বাংলাদেশের খবর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯

এস কে সিনহার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন


সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ঋণের মাধ্যমে চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ঘটনায় সিনহা ছাড়াও আরো  ১০ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করা হয়।

বুধবার দুদকের কমিশন সভায় তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।শিগগিরই দুদকের অনুমোদন দেওয়া চার্জশিট আদালতে পেশ করা হবে।

ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণের মাধ্যমে চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগ এনে গত ১০ জুলাই মামলা করে দুদক। দায়ের করা ওই মামলায় বিচারপতি এস কে সিনহা ও ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীমসহ মোট ১১ জনকে আসামি করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১