বাংলাদেশের খবর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯

সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাপুর এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলা কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামী সোনাপুর এলাকার হারুন মিয়ার ছেলে ইকবাল ওরফে ইয়াবা ইকবাল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজী ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার চাঁদাবাজি ও মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছেন এলাকার লোকজনসহ সোনাপুর এলাকার ব্যবসায়ী আব্দুর রউফ। মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মাদক ব্যবসায়ী ইকবাল ও তার ৮/১০ জন সহযোগী গতকাল বুধবার সন্ধ্যায় ওই ব্যবসায়ী আব্দুর রউফকে রাস্তায় একা পেয়ে তার গতিরোধ করে এবং হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। এতে তার মাথা ও গালে মারাত্মক জখম হয়। পরে আশপাশের লোকজন আহত অবস্থায় আব্দুর রউফকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যবসায়ীর ভাই রাজা রহমান জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসী ইকবাল ও তার সহযোগীরা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে ইকবাল হোসেন জানান, সামান্য কথাকাটাকাটি হয়েছে। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১