বাংলাদেশের খবর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯

দুর্গাপুরে মারুফের উদ্ভাবিত ইন্টারনেট ব্রাউজারের উদ্বোধন করলেন ইউএনও


নেত্রকোনার দুর্গাপুরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিরায় বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। মেলার সমাপনী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন সামগ্রী ঘুরে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই সময় সুসং সরকারী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মুবতাসিন আলম মারুফের উদ্ভাবিত ইন্টারনেট ব্রাউজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম।

পরে উপজেলা একাডেমিক সুপারভাইসার নাজির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঝুমা তালুকদার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলা উদ্দিন আল আজাদ, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ভিনয় ভুষণ সাহা রায়, বিরিশিরি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুরভী মাংন্দি, দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল রহমান সহ প্রমূখ।

মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০টি স্টল বসে। এর মাঝে দুটি বিভাগে সুসঙ্গ আর্দশ বিদ্যানিকেতন ও সুসং সরকারী মহাবিদ্যালয়কে তথ্য প্রযুক্তির বিভিন্ন সামগ্রী প্রদর্শন করায় প্রথম স্থান নির্ধারণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১