বাংলাদেশের খবর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯

বিএনপি দেশের সংসদ ও আইন বিশ্বাস করে না: শিক্ষামন্ত্রী

চাঁদপুর সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি ছবি: বাংলাদেশের খবর


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার জামিন শুনানির সময় বিএনপি হট্টগোল প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যে স্বাধীনতা বিরোধী চক্রের অংশ, সেটি তারা তাদের আচরণ দিয়ে প্রমাণ করে। বিএনপির জন্য এই ধরণের আচরণ কোনো নতুন ঘটনা নয়। আপনারা জানেন বিএনপির এর আগে কোর্ট প্রাঙ্গনের ভিতরে মিছিল করা থেকে শুরু করে তৎকালীন বিচারপতির দরজায় লাথিও মেরেছিলো। আসলে এটাই বিএনপির চরিত্র। ভাংচুর জ্বালাও পোড়াও ছাড়া তারা কোনো আন্দোলন জানে না।

তিনি বলেন, খালেদা জিয়ার জামিন আদালতের এখতিয়ার। ভাংচুর করে, ভয়ভীতি প্রদর্শন করে তারা আদালত প্রাঙ্গণে অরাজকতা সৃষ্টি করতে চাইছে।

আজ শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি তাদের আচার আচরণ সব সময়ই উগ্রতাই প্রকাশ করেছে। তারা বাংলাদেশের সংসদ ও আইন বিশ্বাস করে না। তারা সংসদকে তোয়াক্কা করে না। বৃহস্পতিবারের ঘটনাটিও আমি মনে করি ভিন্ন কিছু করেনি। সর্বোচ্চ আদালতে বিএনপির এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সারাদেশের মানুষের কাছে ফুটে উঠেছে। বিএনপির আসল চরিত্র প্রকাশ হতে শুরু করেছে।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১