বাংলাদেশের খবর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯

লাভের মুখ দেখছে মধ্যপাড়া পাথর খনি


দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড। পাথর উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙ্গে এবারে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১৮-২০১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৭ কোটি ২৫ লাখ টাকা মুনাফা অর্জন করেছে।  ২০১৭-২০১৮ অর্থবছরে খনিতে ৩ কোটি ৫১ লাখ টাকা ক্ষতি হয়।

খনিটি বাণিজ্যিক ভাবে উৎপাদনে যায় ২০০৭ সালে ২৫ মে। প্রথম অবস্থায় দৈনিক ১৫’শ থেকে ১৮’শ টন পাথর উত্তোলন করে। এবং পরে নেমে আসে ৫’শ টনে। শুরুর ছয় বছরে খনিতে লোকসান গুণতে হয় ১০০ কোটি টাকা ।

২০১৪ সালে ২৪ ফেব্রুয়ারিতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় বেলারুশের ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানীয়া টেস্ট কনসোর্টিয়ম’র (জিটিসি)। ঠিকাদার প্রতিষ্ঠানটি ১৭ কোটি ১৮ লাখ মার্কিন ডলারের বিনিময় ৬ বছরের ৯২ লাখ টন পাথর উত্তোলনে চুক্তিবদ্ধ হয়। ঠিকাদার প্রতিষ্ঠানটি তিন শিফটের পাথর তোলা শুরু করে।

সব প্রতিকুলতা কাটিয়ে ২০১৮-২০১৯ অর্থবছরের খনি লাভ হয় ৭ কোটি ২৬ লাখ টাকা। পাথর খনি প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত হওয়ায় এ উপলক্ষে শুক্রবার খনি পরিচালনা এবং উৎপাদন কাজে নিয়োজিত বেলারুশভিত্তিক  ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জি.টি.সি) পক্ষ থেকে খনির অভ্যন্তরে এবং খনি এলাকার পৃথক তিন স্থানে বেলা ৩টায় প্রীতিভোজের আয়োজন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১