আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯
কুমিল্লার লাকসামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, মেধা-মননের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। আজ শনিবার বিকেলে লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবীর বিন আনোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি একেএম সাইফুল আলম, সাধারণ সম্পাদক তাবারক উল্লাহ কায়েস, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃ রফিকুল ইসলাম হীরা সহ কুমিল্লার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এদিকে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে বর্ণিল সাজে সাজানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে লাকসাম থেকে দাউদকান্দি পর্যন্ত মহাসড়কের দুই পাশে প্রচুর পরিমাণে বিলবোর্ড, ব্যানার, পেস্টুন লাগিয়ে প্রচারণা চালানো হয়। কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় স্বাগতিক লাকসাম উপজেলা ট্রাইবেকারে ৩-২ গোলে সদর দক্ষিণ উপজেলা দলকে পরাজিত করে বিজয়ী হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১