বাংলাদেশের খবর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯

ভারতে ডিসি-ডিএম কনফারেন্স

দেশে ফিরেছেন ৫৪ সদস্যের প্রতিনিধি দল


ভারতের মালদায় অনুষ্ঠিত ডিসি-ডিএম পর্যায়ে সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক কনফারেন্স শেষে দেশে ফিরেছেন ৫৪ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দলটি।

আজ শনিবার দুপুরে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তারা ফিরে আসেন।

প্রতিনিধি দলে ছিলেন, রংপুর ও রাজশাহী বিভাগের ৯টি জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার, ভূমি অধিদপ্তর, রেলওয়ে, কাস্টমস ও বিজিবি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। গত বৃহস্পতিবার জয়পুরহাট জেলা প্রশাসকের নেতৃত্বে ৫৫ সদস্যের একটি প্রতিনিধি দলটি সেখানে যান।

এদিকে প্রতিনিধি দলের প্রধান জয়পুরহাট জেলা প্রশাসক মো. জাকির হোসাইন সাংবাদিকদের জানান, ওই কনফারেন্সে দুই দেশের সীমান্তের চোরাচালান, মাদক, অনুপ্রবেশ ও গরু পাচার রোধ, ছিটমহল, নদীরক্ষা, সীমান্ত হাট স্থাপন, সীমানা পিলার সংরক্ষণ, সীমান্ত বাণিজ্য সহ স্থলবন্দরগুলোর আধুনিকায়ন নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১