বাংলাদেশের খবর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯

মনোহরগঞ্জে ৫নং ঝলম দক্ষিন ইউপিবাসীর দ‍ুর্ভোগ

ঠেলছে যাত্রী টানছে চালক

ভাঁটগাঁও-লাউলহরি সড়কের ব্রীজ উচুঁ হওয়ায় এলাকাবাসীর দ‍ুর্ভোগ ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিন ইউপি এলাকার ভাঁটগাঁও, বচইড়, লাউলহরি গ্রামের আঁকাবা‍ঁকা মেঠোপথ হয়ে এই ইউনিয়নের ছাত্র/ছাত্রী ও জনসাধারন চলাচলের সড়কটির বেহাল দশার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের ভাঁটগাঁও থেকে লাউলহরি পর্যন্ত বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ও নির্মিত ব্রীজ উচুঁ হওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে। নির্মাণ কাজের টেন্ডার না হয়ে এ অংশের কাজ শুরু না হওয়ায় সহসা দুর্ভোগ কমছেনা এলাকাবাসীর।

জানা যায়,১৯৫৬ সাল থেকে এই সড়ক দিয়ে মনোহরগঞ্জের পোমগাঁও, বাইশগাঁও, ঝলম, ভাঁটগাঁও, বচইড়, দিকচান্দা, লাউলহরি গ্রামের মানুষের যাতায়াতে ভাঁটগাঁও, বচইড়, দিকচান্দা, লাউলহরি সড়কটি জনগুরুত্বপূর্ণ। স্বাধীনতার ৪৮ বছর পরে সড়কটিতে একটি ব্রীজ নির্মাণ হলেও সড়কটি নির্মাণে কোন আগ্রহ নেই প্রশাসনের এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী আল আমিন সর্দারের সাথে কথা হলে তিনি বলেন, সড়কটির সমস্যা বিষয়ে আমরা অবগত। শিঘ্রই সড়কটির সংস্কার প্রকল্প অনুমোদনের আওতায় আনা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১