বাংলাদেশের খবর

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯

মুন্সীগঞ্জ মুক্ত দিবস কাল


১১ ডিসেম্বর, মুক্তিযুদ্ধের এই দিনে কাক ডাকা ভোরে হানাদার মুক্ত হয় রাজধানী ঢাকার উপকন্ঠ মুন্সীগঞ্জ। পাক সেনাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় আসে এই দিনে। এক পর্যায়ে ১১ ডিসেম্বর কাক-ডাকা ভোরে পিছু হটে পাক-সেনারা। হানাদার বাহিনী ক্যাম্প ছেড়ে পালিয়ে গেলে ছাত্রাবাসের নিয়ন্ত্রন নেয় মুক্তিযোদ্ধারা।এরই মধ্য দিয়ে মুন্সীগঞ্জ হানাদারমুক্ত ঘোষণা করা হয়। জয়-উল্লাসে ফেটে পড়েন মুক্তিযোদ্ধারা। তারা কলেজের ছাত্রাবাসের ৪ তলার ছাদে উড়ান স্বাধীন বাংলার লাল-সবুজের পতাকা।

এ উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডেরের আয়োজনে সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। র‌্যালি শেষে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১