বাংলাদেশের খবর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালন করব : কামরুল ইসলাম


সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা -২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল বলেছেন, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এবার আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করব। আমরা দীর্ঘ ৯মাস যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশের বিজয় অর্জন করেছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিজয়কে ধরে রাখতে সবাইকে দেশের অতন্ত প্রহরী হয়ে কাজ করতে হবে।

গতকাল সোমবার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, যারা ৭১ দেখে নাই, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই সে তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য যা করেছে তা অন্যকোন সরকার কখনো করেনি। অনুষ্ঠান শেষে তিনি মুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারের মাঝে নানা উপহার সামগ্রী বিতরন করেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপিতত্বে অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান ,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিন) সহকারী কমিশনার(ভূমি) সানজিদা পারভিন, কেরানীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, রোহিতপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল আলী, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক ও শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন প্রমুখ।

এর আগে তিনি বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে নান ডিসপ্লে পদর্শনী প্রত্যক্ষ করেন। এদিকে সকালে মনুবেপারীর ঢালে শহীদবেদিতে উপজেলা প্রশাসন , উপজেলা পরিষদ ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।

উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠন মহান বিজয় র‌্যালী আলোচনা সভা, পুরুস্কার বিতরনীর যথাযথ মর্যাদার মধ্যেদিয়ে দিবসটি পালন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১