বাংলাদেশের খবর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯

সাঁথিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা, ভাংচুর

সাঁথিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা, ভাংচুর প্রতিনিধির পাঠানো ছবি


পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রঘুরামপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভাংচুর করেছে। অনুষ্ঠানের আয়োজক কমিটি হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে মারপিটের ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রঘুরামপুর গ্রামের মৎস্যজীবি সম্প্রদায় আয়োজিত বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১২ টার দিকে এক দল দুর্বৃত্ত এ অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভাংচুর করে। আয়োজক কমিটি তাদের প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের উপর চড়াও হয়। এ সময় হামলাকারীরা গ্রাম্য প্রধান শাহাদৎ হোসেন শাহাৎ (৪৫) কে মারপিট করে দ্রুত পালিয়ে যায়।

আয়োজক কমিটির সদস্য মৎস্যজীবি নেতা সোবাহান হোসেন ও ফরিদ জানান, বিজয় দিবসের অনুষ্ঠানসহ প্রতিটি অনুষ্ঠানে একটি চিহিৃত গোষ্ঠী হামলা ও ভাংচুর চালিয়ে থাকেন। আমরা দুর্বল হওয়ায় তারা প্রায়ই এ সুযোগ নেন। এ ব্যাপারে শাহাদৎ হোসেন শাহাৎ বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, হামলার ঘটনা লোক মারফৎ জেনেছি। আমি থানার বাইরে থাকায় অভিযোগ সম্পর্কে তথ্য দিতে পারছি না।##


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১