বাংলাদেশের খবর

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯

রেনেটার সঙ্গে একীভূত হচ্ছে রেনেটা অনকোলজি


পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনেটা লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে কোম্পানিটির সাব-সিডিয়ারি প্রতিষ্ঠান রেনেটা অনকোলজি লিমিটেড। এ জন্য উচ্চ আদালত থেকে অনুমতিও মিলেছে। এ-সংক্রান্ত বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখও নির্ধারণ করেছে কোম্পানিটি। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির দেওয়া তথ্যের ভিত্তিতে এ বিষয়ে ডিএসই জানিয়েছে, রেনেটা লিমিটেডের সঙ্গে রেনেটা অনকোলজি লিমিটেডের একীভূত করার বিষয়ে উচ্চ আদালতের অনুমোদন মেলায় কোম্পানির পরিচালনা পর্ষদ ইজিএমের তারিখ নির্ধারণ করেছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী, আগামী বছরের ২ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে মিরপুর-৭ নম্বরে অবস্থিত রেনেটা লিমিটেডে ইজিএম অনুষ্ঠিত হবে। ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী এ একীভূত করা হচ্ছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ৮ জানুয়ারি।

জানা গেছে, নিট সম্পদ মূল্যের ভিত্তিতে রেনেটার সঙ্গে রেনেটা অনকোলজি মার্জ হবে। এক্ষেত্রে রেনেটার কাছে স্থানান্তর করা হবে রেনেটা অনকোলজি। রেনেটা অনকোলজির প্রতিটি শেয়ারের বিপরীতে রেনেটা লিমিটেডের ০.০২টি শেয়ার পাবে রেনেটা অনকোলজির শেয়ারহোল্ডাররা।

অর্থাৎ রেনেটা অনকোলজির শেয়ারহোল্ডাররা প্রতি ১০০ শেয়ারের বিপরীতে রেনেটা লিমিটেডের দুটি শেয়ার পাবেন। এদিকে কোম্পানির পরিচালনা পর্ষদ গাজীপুরে ১৭৩ ডেসিমেল এবং টাঙ্গাইলে ১৩৬ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য আনুমানিক ব্যয় হবে যথাক্রমে ৮ কোটি ৩৭ লাখ টাকা এবং ৪ কোটি ৭৬ লাখ টাকা। গাজীপুরে কারখানা সম্প্রসারণ ও টাঙ্গাইলে ডিপো অফিসের জন্য এ জমি কেনা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১