বাংলাদেশের খবর

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯

১ জানুয়ারি থেকে ভিক্ষুকমুক্ত হবে সখীপুর উপজেলা


আগামী ১ জানুয়ারি থেকেই ভিক্ষুকমুক্ত হবে টাঙ্গাইলের সখীপুর উপজেলা। ইতোমধ্যে উপজেলার ৮১জন ভিক্ষুককে চিহ্নিত করে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলার প্রতিটি এলাকায় মাইকিং, পোস্টার, ব্যানার সাটানোর কাজ চলছে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, মুজিববর্ষ উদযাপন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান’ শীষর্ক কর্মসূচি বাস্তবায়নের জন্য এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানে সহায়তা করতে পারবেন। এ জন্য ব্যাংকে একটি হিসাব (নম্বর-০২০০৩৫১০, সোনালী ব্যাংক, সখীপুর শাখা, টাঙ্গাইল) খোলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১