বাংলাদেশের খবর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯

মহাদেবপুরে ৬ বছরে এলজিইডি’র ২১৩কিমি পাকা সড়ক নির্মাণ

রাস্তাসহ ১১৯টি অবকাঠামো নির্মাণ

নওগাঁর মহাদেবপুরে নব নির্মিত আধুনিক উপজেলা কমপ্লেক্স ভবন প্রতিনিধির পাঠানো ছবি


বর্তমান সরকারের আমলে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে তা থেকে মহাদেবপুর উপজেলাও বাদপরেনি । মহাদেবপুরে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিমের ঐকান্তিক প্রচেষ্টায় নওগাঁর মহাদেবপুরে বর্তমান সকারের ৬ বছরে এলজিইডি’র প্রায় ১৬২ কোটি ৫৮ লক্ষ ৫৭ হাজার টাকা ব্যায়ে ২১৩ কিলোমিটার পাকা রাস্তাসহ ১১৯ টি অবকাঠামো নির্মান ও মেরামত করা হয়েছে।

স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা সমূহের উপজেলা পল্লী সড়ক, সেতু/কালভাট নির্মাণ প্রকল্প, সাসটেইনেবল পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও পল্লী সড়ক কালভাট মেরামত প্রকল্পের আওতায় ৪৯ কোটি ৭২ লক্ষ ১৬ হাজার টাকা ব্যায়ে ১২২.০৫৯ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ ও ২১ কোটি ৭৫ লক্ষ ৫ হাজার টাকা ব্যায়ে ৯০.৫৫ কিলোমিটার পাকা সড়ক মেরামত ও রক্ষনাবেক্ষণ করা হয়েছে। ৬ কোটি ৮ লক্ষ ২১ হাজার টাকা ব্যায়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী স্কুল ভবন ৩৪টি নির্মাণ ও মেরামত, ২ কোটি ১ লক্ষ ১৩ হাজার টাকা ব্যায়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী স্কুল ভবন নির্মাণ ২টি, ৯ কোটি ৮২ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যায়ে চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ১৪টি, ৫৮ লক্ষ ৯ হাজার টাকা ব্যায়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী স্কুল ভবন মেরামত ৪৩টি, ৮৭ লক্ষ টাকা ব্যায়ে ইউনিয়ন পরিষোদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প ১টি, ৪০ লক্ষ ১৩ হাজার টাকা ব্যায়ে ভূমিহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্প ৫টি, ৫ কোটি ১০ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা পরিষোদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ প্রকল্প ১টি, ২ কোটি ১৭ লক্ষ টাকা ব্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প ১টি, ৬১ কোটি ৩৫ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে গ্রামীন সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (কাজ চলমান) ২টি, ১ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যায়ে সমগ্র দেশের শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প ৩টি, ও ১ কোটি ৮ লক্ষ ১৩ হাজার টাকা ব্যায়ে সর্বজনীন সামাজিক অবকাঠামো প্রকল্প ১৩টি করা হয়েছে।

এজিইডি’র মহাদেবপুর উপজেলা প্রকৌশলী মোঃ সুমন মাহমুদের সাথে যোগাযোগ করা হলে এই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম ও স্থানীয় সরকার মন্ত্রনালয়কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের সহযোগীতায় মহাদেবপুর উপজেলায় উল্লেখিত প্রকল্পগুলি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এবং চলমান প্রকল্পগুলি সঠিক সময়ে শেষ হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।

এ বিষয়ে মহাদেবপুর ও বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম জানান, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মোঃ ওবাইদুল কাদের এম.পি’র আন্তরিক সহযোগীতাই মহাদেবপুর উপজেলার এসব উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১