বাংলাদেশের খবর

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০

দাওয়াত ছাড়াই বিয়ে বাড়ীতে অতিথি পুলিশ!


গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হকের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে। গতকাল রোববার বিকেলে উপজেলার ঈশ্বরপুর গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

বাহাদুরসাদী ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আনিছুর রহমান দুলাল জানান, ঈশ্বরপুর গ্রামের জৈনক ব্যক্তির নাবালিকা (১৩) কন্যার বিয়ের দিন ছিল ওইদিন। মেয়েটি স্থানীয় খলাপাড়া দাখিল মাদ্রসায় ৭ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও এবং ওসি’র নির্দেশে বিয়ে বাড়ীতে কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাদ পারভেজ হাজির হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর-কনের অভিভাবক পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের আটক করা হয় এবং পুলিশ বিয়ে বন্ধ করে দেয়। প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে দুই পক্ষের অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১