বাংলাদেশের খবর

আপডেট : ১০ জানুয়ারি ২০২০

ধানমন্ডি থেকে কোটি টাকার বেশি জাল নোট জব্দ


রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে কোটি টাকারও বেশি জাল টাকা জব্দ করেছে র‌্যাব।

আজ শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ জাল নোট জব্দ করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কদমতলী থেকে সাইফুল নামে একজনকে আটক করে র‌্যাব-১০ এর অভিযানিক দল। পরে, তার দেয়া তথ্য অনুযায়ী পশ্চিম ধানমন্ডির একবাসায় অভিযান শুরু করা হয়। এ সময়, ঘটনাস্থল থেকে কোটি টাকারও বেশি জাল টাকা জব্দ করা হয়। আটক করা হয় শাহ আলম নামে আরেকজনকে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, আটককৃতরা ২০১৪ সাল থেকে বাসাটি ভাড়া নিয়ে জাল নোট তৈরির এ কার্যক্রম পরিচালনা করে আসছে। ধানমন্ডির মতো অভিজাত এলাকার সুযোগ নিয়েছে আভিযুক্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন র‌্যাব-১০ এর অধিনায়ক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১