বাংলাদেশের খবর

আপডেট : ১১ জানুয়ারি ২০২০

নির্বাচন সমন্বয়ক থাকতে পারবেন না আমু-তোফায়েল : সিইসি


ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা আমির হোসেন আমু এমপি ও তোফায়েল আহমেদ এমপি প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কথা জানান।  

কেএম নূরুল হুদা বলেন, তারা (আমু-তোফায়েল) নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবেন।

প্রসঙ্গত, এর আগে তোফায়েল আহমেদকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও আমির হোসেন আমুকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সমন্বয়কের দায়িত্ব দেয় আওয়ামী লীগ।

আগামী ৩০ জানুয়ারি এ দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১