বাংলাদেশের খবর

আপডেট : ১২ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, জাতির পিতা একটি আদর্শ : নৌ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী প্রতিনিধির পাঠানো ছবি


নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ব্যক্তি নন, তিনি আমাদের জাতির পিতা। তিনি এমন একজন নেতা পৃথিবীর ইতিহাসে, যিনি স্বপ্ন দেখেছেন, স্পষ্ট বাস্তবায়ন করেছেন। তিনি এমন একজনই নেতা যিনি গণতান্ত্রিক আন্দোলনকে মুক্তিযুদ্ধে পরিনত করেছেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশেকে গণতন্ত্রের দিকে নিয়ে গেছেন। এমন ধরনের নেতা পৃথিবীর ইতিহাসে বিরল। এমন নেতাকে আমরা স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় হারিয়েছি।

আজ রবিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, জাতির পিতা, একটি আদর্শ। আজকে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা লালন করছে বলেই বাংলাদেশ আজ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। আমাদের ভাগ্যে রয়েছে বলেই আমরা বঙ্গন্ধুর জন্মশত বার্ষিকী পালন করতে পারছি।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট নিহত পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া উপজেলা মিলনায়তনে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১