বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০

২ মাসের মধ্যে ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ


ঢাকার আশপাশে অবৈধ ইটভাটা যেগুলো বন্ধ করা হয়নি, সেগুলো দুই মাসের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদরের হাইকোর্ট বেঞ্চ এক রিটের উপর শুনানির পর এসব আদেশ দেন।

ঢাকায় যেসব যায়গায় টায়ার পোড়ানো হয় পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেগুলো বন্ধ করার নির্দেশ। ২রা ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব করা হয়েছে।  

পরিবেশ ও বায়ু নির্মল রাখতে বিশ্বব্যাংকের দেয়া ৩০০ কোটি টাকার ব্যায়ের হিসেব দিতে বলা হয়েছে। ঢাকায় কালো ধোয়াবাহিত যানবাহন বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ বাসও বন্ধ করতে বলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১