বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০

সিটি করপোরেশন নির্বাচন

নির্বাচন পেছানোর বিষয়ে আদেশ মঙ্গলবার


সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এক সপ্তাহ পেছানোর জন্য করা রিটের বিষয়ে মঙ্গলবার আদেশের দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ দিন ধার্য করেন। এর আগে গত রোববার রিট আবেদনটি হাইকোর্টের এই বেঞ্চে শুনানির জন্য দাখিল করা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৫ জানুয়ারি দুই সিটির নির্বাচনের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। পরে তিনি সাংবাদিকদের বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের সব বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পূজার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু নির্বাচন উপলক্ষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। ফলে পূজা উদযাপন বিঘ্নিত হবে।

নির্বাচন এক সপ্তাহ পেছানোর আবেদন প্রসঙ্গে অশোক কুমার বলেন, হিন্দু ধর্মীয় বিধান অনুযায়ী পঞ্চমী না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া যায় না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১