বাংলাদেশের খবর

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০

কালিয়াকৈরে পৌষ সংক্রান্তির মেলা আজ থেকে শুরু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চিনাইল পাগলধাম আশ্রম প্রতিনিধির পাঠানো ছবি


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চিনাইল পাগলধাম আশ্রমে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ১ মাস ব্যাপী পৌষ সংক্রান্তির মেলা। মেলাটিকে ঘিরে ইতিমধ্যেই পাগল ধর্মের অনুশারী সহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত আশেকানগণ আশ্রম প্রাঙ্গনে এসে হাজির হয়েছেন।

স্থাণীয় সুত্র জানায়,কালিয়াকৈর উপজেলার চিনাইল পাগলধাম বা কেশা পাগলার আশ্রমে মাস ব্যাপী পৌষ সংক্রান্তির মেলা আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আশ্রম পরিচালনা কমিটি কোষাদক্ষ এস পলাশ সরকার।

তিনি আরো জানান প্রতিবছরের ন্যায় এবারও দেশ-বিদেশের ভক্ত অনুশারীরা আশ্রমে আসবেন। পৌষ সংক্রান্তির মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গনে নাগরদোলা, নৌকা দোলা,আসবাবপত্র, তৈজসপত্র,চুরিমালা,প্রশাধনী, বিন্নী-বাতাসা, খেলনা পুতুল সহ বাহারী পশরা সাজিয়ে বসেছেন দোকানীরা।

মেলাকে কেন্দ্র করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও পাগল সহ বিভিন্ন ধর্মের লোকজনের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির সৃষ্টি হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১