বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০

রৌমারীতে পানিতে ডুবে গরু ব্যবসায়ীর মৃত্যু

নিহত গরু ব্যবস্যায়ী মোঃ খয়বর হোসেন প্রতিনিধির পাঠানো ছবি


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধর্মপুর সীমান্তে মোঃ খয়বর হোসেন (৪৫) নামের এক গরু ব্যবস্যায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার উপজেলার ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত খয়বর উপজেরার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিন ধরা গ্রামের নজির হোসেনের ছেলে।

জানায়ায় , রৌমারী উপজেলর ধর্মপুর সীমান্তের ১০৫৭ পিলারের কাছ দিয়ে বাংলাদেশী ৮-১০ জন গরু ব্যবস্যায়ী নো-ম্যান্স ল্যান্ডে ডুকে আড়কির মাধ্যমে গরু পারাপার করছিল । এ সময় ভারতের গুটলী গ্রাম ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে। খয়বর ও তার সঙ্গিরা সীমান্ত বর্তী জিনজীরাম নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দাঁতভাঙ্গা ক্যাম্প কমান্ডার ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের শরীরে কোন গুলী বা আঘাতের চি‎হ্ন পাওয়া যায় নি এবং লাশ নিয়ম অনুযায়ী থানায় হস্তান্তর করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১