বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০

বিলুপ্তির পথে গ্রামীন হস্তশিল্প


পৌষ সংক্রান্তিকে সামনে রেখে মালাকারদের হাতের কাজের পশরা সাজিয়ে থাকা আর চোখে পড়েনা। আজ প্রায় বিলুপ্তির পথে গ্রামীন এই হস্তশিল্প।

প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বিদের পৌষ পার্বণ উৎসব পালিত হয়। আর এই উৎসবকে কেন্দ্র করে চলনবিল অধ্যাসিতু সিরাজগঞ্জের তাড়াশে ব্যস্ত সময় পার করতো হস্তশিল্প কারীগররা কিন্তু এখন আর তেমন তাদের দেখা যায় না। তারপরেও এই উৎসব কে সামনে রেখে কিছুটা ব্যস্ত সময় পার করছে তাড়াশ উপজেলাসহ আশে পাশের হস্তশিল্পের কারিগরেরা।

উপজেলার মাধাইনগর  ইউনিয়নের প্রবির কর্মকার জানান, পাটকাঠি দিয়ে তৈরি হয় নানা রকমরে ফুল যা ব্যবহার করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। উপজেলার বিভিন্ন বাজারে বিক্রয় করতে দেখা যায় পাটকাঠি দিয়ে তৈরি ফুল। প্রতিটি বিয়ে পূজা ছাড়াও হিন্দুদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় মুকুট, মালা, ফুল। যা আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে সনাতন সমাজে।

এ ব্যাপারে কালিবাড়ি বাজারে ফুল বিক্রয় করতে আসা রায়গঞ্জ উপজেলার নিমগাছি গ্রামের শিতল সরকারের সাথে কথা বলে জানা যায়, ফুল শলা বা পাট খড়ি দিয়ে নানা রকম জিনিস তৈরি করে থাকেন তারা, কিন্তু যে পাটকাঠি দিয়ে ফুল তৈরি করা হয় তার দাম বর্তমানে আকাশ ছোঁয়া।

তিনি আরো বলেন, বছরের কয়েকটা দিন ব্যবসা হয় যেমন মনসা পূজা ও পৌষ পার্বন। তাছাড়া বছরের বেশির সময় অবসর জীবন যাপন করতে হয় তাদের। সরকারি ভাবে যদি তাদের সহযোগিতা না করা হয় তাহলে তাদের বাপ দাদার ব্যবসা তারা আর করতে পারবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১