বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০

সীমানা লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ ভারতীয় জেলে আটক


অবৈধ অনুপ্রবেশ ও সীমানা লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ ভারতীয় জেলেদের আটক করা হয়েছে। এ সময় মাছ শিকারের কাজে ব্যবহৃত এফ বি শঙ্খ প্রদিপ ও মা মঙ্গল নামে দুটি ট্রলারও জব্দ করা হয়।

আজ শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে জেলেসহ ট্রলার আটক করে নৌবাহিনী।

আটকদের মোংলা থানায় সোপর্দ করা হয়েছে। নৌবাহিনীর বরাত দিয়ে  থানার এস আই মোঃ আহাদ বলেন,বঙ্গোপসাগরে জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। নৌবাহিনীর মোংলাস্থ দীগরাজ ঘাটির চীফ পেটি অফিসার মোঃ ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে এদিন থানায় মামলা করেন। আন্তর্জাতিন সমুদ্র আইনে মামলা করেন তিনি।

এস আই আহাদ আরও জানান, আটকদের রবিবার (১৯ জানুয়ারী) সকালে বাগেরহাটের কারাগারে পাঠানো হবে। তবে এ সময় তিনি তাদের নাম ও পরিচয় জানাতে পারেন নি। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১