বাংলাদেশের খবর

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০

কোমলমতি কাব শিশুদের কল-কাকলীতে ভরে উঠছে ক্যাম্পুরী এলাকা


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় ‘কাবিং করবো, শান্তির বার্তা আনবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ছয়দিন ব্যাপী ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী। এই ক্যাম্পুরীতে দেশের সকল জেলা এবং উপজেলা থেকে প্রায় ৯হাজার কাব স্কাউট, কাব স্কাউট লিডার, স্কাউট কর্মকর্তা ও রোভার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন।

আগামীকাল সোমবার অপরাহ্নে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এই ক্যাম্পুরী উদ্বোধন করবেন। আজ রোববার এ উপলক্ষ্যে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আজ ১৯ জানুয়ারি মৌচাকের মনযূর উল করীম অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে কালিয়াকৈর ও গাজীপুর প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পুরী আয়োজকদের পক্ষে সাংবাদিক সম্মেলনে ক্যাম্পুরী সম্পর্কিত তথ্য প্রদান করেন ডেপুটি ক্যাম্পুরী চীফ (প্রচার, প্রকাশনা ও ডকুমেন্টেশন) সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার, ডেপুটি ক্যাম্পুরী চীফ (মানবসম্পদ ব্যবস্থাপনা) মু. তৌহিদুল ইসলাম, ডেপুটি ক্যাম্পুরী চীফ (খাদ্য ব্যবস্থাপনা) কাজী নাজমুল হক, ডেপুটি ক্যাম্পুরী চীফ (সাইট অপারেশন ব্যবস্থাপনা) ফেরদৌস আহমেদ, ডেপুটি ক্যাম্পুরী চীফ (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, ক্যাম্পুরী সচিব আরশাদুল মুকাদ্দিস, এসিস্ট্যান্ট ক্যাম্পুরী চীফ (আবাসন ও সাজসজ্জা) আমিমুল এহসান খান পারভেজ, সালাহউদ দীন আহমেদ ও মীর মোহাম্মদ ফারুক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১