বাংলাদেশের খবর

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০

শ্রীপুরে খাল দখল পরিবেশ দূষণ, পেপার মিলের উৎপাদন বন্ধ


গাজীপুরের শ্রীপুরে পরিবেশ দূষণ, খাল দখল করে স্থাপনা নির্মাণ, ইটিপি ব্যবহার না করা ও পরিবেশের ছাড়পত্র না থাকার অভিযোগে আলী পেপারস মিল নামের একটি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার এক কর্মকর্তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) এমডি শামসুল আরেফিন।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দীন উপস্থিত ছিলেন।

আজ রোববার বিকালে তেলিহাটি ইউনিয়নের পূর্ব তালতলী এলাকার আলী পেপারস মিলে এ অভিযান চালানো হয়। এ সময় কারখানার সকল উৎপাদন কার্যক্রম ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত কর্মকর্তার নাম বাদশা মিয়া (৪০)। তিনি ওই পেপার উৎপাদন কারখানার ফ্লোর ইনর্চাজ হিসাবে দায়িত্বরত আছেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এমডি শামসুল আরেফিন জানান, সরকারি খাল দখল করে স্থাপনা নির্মান, কারখার বর্জ্য খালে ফেলে পরিবেশ নষ্ট করছে কারখার কর্তৃপক্ষ। যা স্পস্ট আইন লঙ্ঘন।

গাজীপুরের পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক আশরাফ উদ্দীন জানান, কারখানাটি দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল।  ইটিপি বন্ধ রেখে তাদের বর্জ্য পরিবেশে ফেলছে। তা ছাড়া খাল দখল, খালে স্থাপনা নির্মাণ করে প্রবাহে বাধা দেওয়ারও অভিযোগ আছে। এসব অভিযোগ আমলে নিয়ে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক কর্মকর্তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, খাল দখল ও খালে স্থাপনা নির্মাণ নিয়ে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকল অবৈধ স্থপনা অপসারণ করা হবে শিগগিরই।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১