বাংলাদেশের খবর

আপডেট : ২০ জানুয়ারি ২০২০

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন অচল


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনের ফিল্ম না থাকায় দীর্ঘদিন থেকে মেশিনটি বন্ধ রয়েছে। প্রায় ২২ লক্ষ টাকা দামের মেশিনটি কিছুদিন পূর্বে সচল থাকলেও দেড় মাস ধরে ফিল্ম না থাকায় অচল হয়ে পড়ে আছে। ফলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা পড়েছে দুর্ভোগে।

আজ সোমবার দুপুরে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এক্স-রে করতে আসা লোকজন ফিল্ম সংকটের কারণে এক্স-রে করতে পারছেন না। সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে অতিরিক্ত অর্থ দিয়ে স্থানীয় ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে এক্স-রে করতে বাধ্য হচ্ছে।

পাটগ্রাম পৌরসভার বাসিন্দা আমিনুর রহমান, ফাতেমা বেগম, আশরাফুল ইসলাম জানান, ‘এক্স-রে করতে এসে শুনলাম ফিল্ম নাই। এক্স-রে হবে না। সরকার এত টাকার মেশিন দিয়েছে। অথচ ফিল্ম না থাকার কারণে আমরা সেবা থেকে বঞ্চিত।’

এক্স-রে মেশিনের অপারেটর আবুল কালাম আজাদ বলেন, ‘ফিল্ম সংকটের কারণে এক্স-রে কার্যক্রম বন্ধ রয়েছে। জেলা সিভিল সার্জনের মাধ্যমে চাহিদা পাঠানো হয়েছে। ফিল্ম বরাদ্দ আসলে কার্যক্রম চালু হবে।’

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নুর আরেফিন প্রধান কল্লোল ‘ফিল্ম না থাকায় এক্স-রে বন্ধ রয়েছে স্বীকার করে বলেন, রোগীদের সাময়িক সমস্যা হচ্ছে ফিল্ম আসলে এক্স-রে করা হবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১