বাংলাদেশের খবর

আপডেট : ২০ জানুয়ারি ২০২০

বেগমগঞ্জে হাজার বছরের ঐতিহ্য মুল্লক শাহের মেলা

নোয়াখালী ম্যাপ


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরালি পুর বাজার সংলগ্ন হযরত শাহেন শাহ্ মুল্লুক শাহের ওরস মোবারক ও মাজার সংলগ্ন মেলার আয়োজন করা হয়েছে। ভক্ত ও মাজার অনুশারীরা মাঘ মাস আসলেই মাজারের সুন্দর্য বর্ধনে ফুল দিয়ে সু-মজ্জিত করে রাখে।

ধারণা করা হচ্ছে প্রায় ১০০০-১২০০ বছর আগথেকে হযরত শাহেনশাহ্ মুল্লুক শাহের মাজার অবস্থিত। তখন থেকে এখানে মেলা হয়ে আসছে। পহেলা মাঘ থেকে ১০ ই মাঘ পর্যন্ত এই মেলা চলে।

মাজারের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির সভাপতি মো: সেলিম ও কোষাদক্ষ খোকন জানান ৩৬০ আউলিয়ার অন্যতম গাউছে ছোবাহানী, কুতুবে রাব্বানি, মাহাবুবে এলাহী, সুলতানাউল আউলিয়া, হযরত শাহেনশাহ এর মাজার এলাকার জন্য আশির্বাদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১