বাংলাদেশের খবর

আপডেট : ২১ জানুয়ারি ২০২০

শিল্পবর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর


শিল্পবর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে প্রতিটি শিল্প কারখানার পাশে জলাধার তৈরির উদ্যোগ নেয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে বছরের ১৭তম একনেক সভায় আজ ২২ হাজার ৯৪৫ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও ব্যয়বহুল উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫২৫ কোটি টাকা।

এছাড়াও জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন, সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক স্থাপন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১