বাংলাদেশের খবর

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০

সেনবাগে বিদ্যালয়ের সভাপতির বাসা লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ


নোয়াখালীর সেনবাগ উপজেলার  ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় (কল্যান্দী) হাইস্কুলের সভাপতি সাইদুজ্জামান স্বপনের বাস ভবন লক্ষ্য করে কয়েকটি হাতবোমা  বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্বপনের কাবিলপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে। এ সময় স্বপন বাড়িতে থাকলেও তার কোনো ক্ষতি হয়নি।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

স্বপন জানান, আগামীকাল শনিবার মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। ওই নির্বাচনে তিনি আবারো সভাপতি পদের জন্য সম্ভাব্য প্রার্থী। কিন্তু স্থানীয় এমপি আলহাজ্ব মোরশেদ আলম তাকে মুঠোফোনে জানান ওই পদে তার ছেলে সাইফুল ইসলাম দিপু সভাপতি প্রার্থী হবেন। তিনি যেন নির্বাচনে না দাঁড়ান।  এরপর সে নিজ থেকে তার কথায় সায় দিয়ে বিদ্যালয়ের ডোনার সদস্য হিসাবে থাকার ইচ্ছা পোষণ করেন। এতে একটি পক্ষ তার ওপর ক্ষিপ্ত হয়। এরেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তার বাড়িতে বোমা হামলার ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান। সাইদুজ্জামান স্বপন সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান আওয়ামী লীগের নেতা।

এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থাকায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তারা ঘটনাটি সত্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১