বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০

চীনের ১৩ টি বড় শহরে আগমন-বহির্গমন বন্ধ


প্রতিদিনই বাড়ছে 'নভেল করোনাভাইরাসে' আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। যদিও চীনা কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই আছে। তবু তাদের এ বক্তব্যে একমত নন পশ্চিমা গবেষকরা।  

গবেষকরা বলছেন, শেষ পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হবে চীন। এরই মধ্যে দেশটির ১৩ টি বড় শহরে আগমন-বহির্গমন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উহানে উৎপত্তি হওয়া এ ভাইরাস এরইমধ্যে রাজধানী বেইজিংসহ চীনের ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।  

চীনে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। যাদের মধ্যে ৩২৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ অবস্থায় ভয়াবহ এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যাতে আরো খারাপ না হয়, সেজন্য বড় শহরগুলোতে আসা ও বের হওয়া বন্ধ করে দেয়া একটি জরুরি পদক্ষেপ।

দেশটির সংক্রামক রোগ নির্ণয় ও চিকিৎসা কেন্দ্রের প্রধান  লি ল্যানজুয়ান বলেন, 'এখনই আতঙ্কিত হওয়ার মত কিছু নেই। আমাদের হাসপাতালগুলোতে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। যদিও বিশ্রাম এবং ওষুধ খেয়ে বাড়িতে থাকলেও এ রোগ ভালো হয়। তবু আমি পরামর্শ দেব আক্রান্তদের হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে। আর শহরগুলো বন্ধ করে দেয়া ছাড়া কোন উপায় ছিল না আমাদের হাতে। দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতেই তা করতে হয়েছে।' 
 
চীনে করোনার প্রদুর্ভাবের মধ্যেই, কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্যদের নিয়ে শনিবার রাতে বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।  রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং করোনা মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।  আরো জানানো হয়, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে, যেটি সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষন করবে।  

এ পরিস্থিতিতে, ব্লুডট নামের প্রতিষ্ঠানটি জানাচ্ছে, গেল বছরের শেষেই তারা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে করোনা বিষয়ে সতর্ক করেছিল সংশ্লিষ্টদের। এ কাজে তারা সারা বিশ্বের গণমাধ্যমের প্রতিবেদন, বিমান পরিবহন ব্যবস্থার তথ্য, পশুরোগ নিয়ে প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করেছে।  চীনের মূল ভূখন্ডের পর করোনা ব্যাংকক, সিউল, তাইপে ও টোকিওতে ছড়াবে বলে সতর্ক করে ব্লুডটের বিশেষজ্ঞরা। যা ইতোমধ্যেই সত্য বলে প্রমাণিত। কার্যকর ব্যবস্থা নিলে করোনার ব্যাপক বিস্তার যথাসময়ে ঠেকানো যেত বলেও দাবি প্রতিষ্ঠানটির।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১