বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০

হামলার পরে ইশরাকের বাসায় বৃটিশ হাই কমিশনার


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাসায় গিয়ে দেখা করলেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

আজ রোববার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনার পর ইশরাকের সঙ্গে নির্বাচনি বিষয়ে বৃটিশ হাই কমিশনারের এ সাক্ষাৎ হয়।

সেখানে বৃটিশ হাইকমিশনার বলেন, অনাকাঙ্খিত এই দুর্ঘটনা আমাদের কাম্য নয়। আমরা শান্তিপুর্ণ নির্বাচন চাই, আশা করি গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এর আগে, ঢাকা দক্ষিণে বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ হয়। বিনা উস্কানিতে আওয়ামী লীগের কর্মীরা তার মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ইশরাক।

রোববার দুপুরে, ঢাকা দক্ষিণের গোপীবাগ এলাকা থেকে একটি নির্বাচনী প্রচারণার মিছিল নিয়ে টিকাটুলির আর কে মিশন রোড এলাকায় আসেন ইশরাক হোসেন। এসময়, আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলরের গণসংযোগ মিছিল একই জায়গায় এলে দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইশরাককে নিরাপদে জায়গায় নিয়ে যায় বিএনপির কর্মীরা। তবে, দুই দলের নেতাকর্মীরদের মাঝে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময়, বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। উভয়পক্ষের বেশ কয়েকজন কর্মী এ ঘটনায় আহত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১