বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০

চীনে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ


করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে চীনে আটকে পড়াদের মধ্যে যারা দেশে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ সোমবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে করা হবে। আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রনয়ণ।’

এদিকে চীনে সৃষ্ট পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বা ভ্রমণরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করা হয়েছে। এর নম্বর (৮৬)-১৭৮০১১১৬০০৫।

চীনে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ৭'শ জন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন।  

এদিকে, চীনের উহান শহর থেকে নিজ দেশের শিক্ষার্থীদের বের হওয়ার অনুমতি দিতে আহ্বান জানিয়েছে ভারত সরকারও।

আক্রান্ত হওয়ার ১৪ দিনের মধ্যে ভাইরাসটি বংশবৃদ্ধি করে। তাই অসুস্থতার লক্ষণ প্রকাশের আগেই তা ছড়িয়ে পড়তে পারে অন্যদের শরীরে। এদিকে, এই ভাইরাসে আক্রান্ত পঞ্চম রোগীকে শনাক্ত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।   


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১