বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০

পূর্বধলায় ১৭৫টি সরকারি প্রাথমিক স্কুলে মা সমাবেশ


নেত্রকোণার পূর্বধলায় একযোগে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথকভাবে আয়োজিত এসব সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, সমাজের সচেতন ব্যক্তি এবং অভিভাবকসহ বিশেষ করে মায়েরা অংশ নেন।

শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, ঝরেপড়া রোধ, মিড ডে মিল কার্যক্রম সফল এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রথম গোটা জেলায় একযোগে মা সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম জানান, নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মো. ওবায়দুল্লাহ এর ঘোষণামতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পূর্বধলা উপজেলার ১শ ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মা সমাবেশের আয়োজন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১