বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০

করোনা ভাইরাস: হিলি স্থলবন্দরে বসেছে মেডিকেল টীম


দিনাজপুরের হিলি চেকপোস্টে করোনা ভাইরাসের প্রতিরোধমুলক ব্যবস্থা হিসেবে স্থানীয় হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল টিম বসানো হয়েছে। তবে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শারীরিক স্ক্রিনিং করার কোনো যন্ত্র বসানো হয়নি।

ভারতের বিভিন্ন রাজ্য থেকে আমদানি পণ্য নিয়ে যে সব ট্রাক হিলি চেকপোস্ট দিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করছে, সেই সকল ট্রাকে থাকা চালক ও হেলপারদের স্বাস্থ্য পরিক্ষা করানোর কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল সাইদ বলেন, থেকে হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় অথবা বাংলাদেশী যে সকল যাত্রী দেশে প্রবেশ করছেন, মেডিকেল টিমটি তাদের প্রাথমিকভাবে শ্বাসতন্ত্র রোগ, জ্বর, এর সঙ্গে সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি স্বাস্থ্য পরীক্ষা করছে হচ্ছে। পাশাপাশি যাত্রীদের প্রতিরোধমুলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানায়, শীত ও করোনা ভাইরাসের কারণে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত অনেকাংশে কমে গেছে। বুধবার মাত্র ৪১৩ জন যাত্রী যাতায়াত করেছে এই পথে। এদের ৪৬ ভারতীয় নাগরিক দেশে প্রবেশ করেছে ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১