বাংলাদেশের খবর

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০

সাতক্ষীরায় বুলবুলে ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


সাতক্ষীরায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ সাড়ে ১১’শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ভূট্টা বীজ, মুগ বীজ এবং পরিচর্যা বাবদ নগদ সহায়তা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা চত্বরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এসব বিতরণ করা হয়।

জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১