বাংলাদেশের খবর

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০

পীরগঞ্জে ডাস্টবিনে নবজাতক উদ্ধার


রংপুরের পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালের পরিছন্নতা কর্মী ওই নবজাতককে উদ্ধার করে।

হাসপাতাল সূত্রে জানা জানা গেছে, ভ্যানযোগে এক কিশোরী পেটের ব্যাথার কথা বলে জরুরি বিভাগে ভর্তি হতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর ওয়ারিশের পরিচয় জানতে চাইলে ভ্যান চালক পালিয়ে যায়। ওই  হাসপাতালের বারান্দায় সন্তান প্রসব করে সন্তানটিকে ড্রেনে ফেলে পালিয়ে যায় কিশোরী।কিছুক্ষণের মধ্যেই এক বৃদ্ধা হাসপাতালে এসে রোগীর খোঁজ করতে থাকে।

এদিকে ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, কিশোরীটির (নাম ছন্ম) তমা একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই কিশোরীর নানা বলেন, কে যে এ সর্বনাশ করল আমারা জানি না। বর্তমানে নবজাতক ও মাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের হেফাজতে নবজাতক সুস্থ আছে।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তদন্ত চলছে। খুব শীগগিরই শিশুর পিতাকে শনাক্ত করা সম্ভব হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১