বাংলাদেশের খবর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০

তাহসানের পাগল ভক্ত


গায়ক-নায়ক তাহসান খান। দেশ-বিদেশে অসংখ্য ভক্ত তার। এবার তাহসানের এক পাগল ভক্তের খোঁজ মিলল। ওই ভক্তের নাম রাকিব সানকে। তার পৈত্রিক বাড়ি ঢাকার কামরাঙ্গীর চরে। তবে জন্ম জার্মানিতে, সেখানেই বসবাস করেন তিনি। এই ভক্ত এক বছরে নিজে হাতে তাহসানের সাত হাজার ২০০টি ছবি আঁকলেন।

ওই ভক্ত বলেন, গত এক বছরে তাহসানের সাত হাজার ২০০টি ছবি এঁকেছি। ‘অভিমান আমার’ অ্যালবামের পোস্টার এঁকে ফেসবুকে পোস্ট করার পর তাহসান ভাই কারো মাধ্যমে দেখতে পান। এরপর নিজের ফেসবুক পেজেও শেয়ার করেন, যা আমাকে উৎসাহ জোগায়।

তিনি জানান, একটি ছবি আঁকতে তার ১০ থেকে ২০ মিনিট লাগে। এমনও দিন গেছে, ৫০টি ছবি এঁকেছেন। এসব ছবি সংগ্রহের পাশাপাশি ফেসবুকেও শেয়ার করেন তিনি।

বর্তমানে রাকিব সানকে এক মাস ধরে ক্যানভাসের ওপর পাথর দিয়ে তাহসানের ছবি আঁকছেন। এছাড়া ২২০টি ছবির একটি অ্যালবাম করছেন। এগুলো তাহসানের হাতে তুলে দিতে চান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১